প্রেস বিজ্ঞপ্তি :

আশেক উল্লাহ রফিক এমপি বলেছেন,কুতুবদিয়ার উন্নয়নে যুবলীগকেই অগ্রণী ভুমিকা পালন করতে হবে। এখন কুতুবদিয়ার যুব সমাজ যেভাবে যুবলীগের পতকা তলে সামিল হয়েছে এতে আশান্বিত হয়েছে সাধারণ মানুষ। মানুষ আপনাদের কাছ থেকে সমাজ উন্নয়নে সহযোগীতা পেতে চায়। এতে সহযোগীতা করবে সরকার। তিনি আরো বলেন, আজকের যুব সমাজকে মাদক এবং সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান আগামী প্রজন্মের জন্য একটি মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ উপহার দিতে হবে। আপনারাই সমাজের চালিকা শক্তি। তিনি আরো বলেন, ইতোমধ্যে শুরু হবে কুতুবদিয়ায় স্থায়ী বেড়ীবাঁধ নির্মাণের কাজ। মহিলার শিক্ষা ক্ষেত্রে আরো এগিয়ে নিতে প্রতিষ্ঠা করা হয়েছে কুতুবদিয়া মহিলা কলেজ। এ ছাড়া কুতুবদিয়া কলেজকে সরকারি করণের আওতায় আনা হয়েছে। আগামিতে কুতুবদিয়ায় আরো উন্নয়ন হবে জানিয়ে তিনি বলেন, আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকুন তিনি এই উপকূলবাসীর সকল সমস্যা সমাধান করবেন। তিনি গতকাল বিকাল ৪টায় আলী আকবর ডেইল ইউনিয়নের ১,২,৩,৫,৬,৭ ও ৮ নং ওয়ার্ড যুবলীগের সম্মেলনের প্রধান অতিথি’র বক্তব্যে এ কথা বলেন। সম্মেলন উদ্বোধন করেন উপজেলা যুবলীগের আহবায়ক আবু জাফর ছিদ্দিকী। কাইমুল হুদা বাদশার সভাপতিত্বে ও সিরাজুল ইসলাম লেদু, মাহমুদুল করিম ও কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্টিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডঃ ফরিদুল ইসলাম চৌধুরী, জেলা আওয়ামী লীগ নেতা শফিউল আলম কুতুবী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুচ্ছফা বিকম। এতে প্রধান বক্তা ও বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সেলিম উদ্দিন লিটন ও আরিফুল ইসলাম। এতে সম্মানিত অতিথি ছিলেন মহেশখালী উপজেলা যুবলীগের আহবায়ক সাজেদুল করি, সিনিয়র যুগ্ম আহবায়ক এডঃ শেখ কামাল, যুগ্ম আহবায় সেলিম উল্লাহ সেলিম ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আশহাদ উল্লাহ সায়েম। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম লালা, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মিজবাহ উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক তুহিন। উপস্থিত ছিলেন আলী আকবর ডেইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, মহেশখালী উপজেলা যুবলীগ নেতা মোজাম্মেল হক বাহাদুর, নিজাম উদ্দিন ও বড়মহেশখালী যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ শাহজাহান।