জাহেদুল ইসলাম, লোহাগাড়াঃ
চট্টগ্রামের লোহাগাড়া বটতলী মোটর স্টেশনে চট্টহ্রাম কক্সবাজার মহাসড়কে আজ ১৫ অক্টোবর সকালে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রজেন্টেটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া)’র কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি হিসেবে লোহাগাড়া শাখার উদ্যোগে কথায় কথায় চাকুরী ছাটাই বন্ধ ও সামঞ্জস্যপুর্ণ বেতন কাঠামো তৈরীসহ ঔষধ শীল্পে নিয়োজিত প্রতিনিধিদের চাকুরীর ‘সুনির্দিষ্ট নীতিমালা’ প্রনয়নের দাবীতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রজেন্টেটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া) লোহাগাড়া শাখার সভাপতি মো: শামীমুর রহমানের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রজেন্টেটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া) লোহাগাড়া শাখার সাধারণ সম্পাদক নূর মিনহাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো: মহসিন, সদস্য যথক্রমে: মোতালেব মজুমদার (ইউনিমেট ইউনিহেট), মো তারেক (ইবনে সিনা), মুনির (ইউনিমেট ইউনিহেট), আব্দুস ছবুর (স্কয়ার), রমিজ মোল্লাহ (ইনসেপ্টা), সাখাওয়াত হোসেন (জেনারের ফার্মা), মোবারক হোসেন(অসমো স্যালাইন), ছোটন দাশ (গ্লোব ফার্মা), আহমদ কবির (টীমস ফার্মা), আবু রায়হান (বীকন ফার্মা), নাজমুর হক (রেনোটা), রাকিবুল ইসলাম (ফার্মেসী) ও মোঃ আলমগীর ( হুয়াই হর্স) প্রমুখ। এছাড়া লোহাগাড়ায় ঔষধ শীল্পে নিয়োজিত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।