ফারুক আহমদ, উখিয়া:

মিয়ানমারের সেনাবাহিনীর বর্বরোচিত নির্যাতনের শিকার হয়ে প্রাণের ভয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন, মন্ত্রী পরিষদ সচিব মো: শফিউল আলম। গতকাল শনিবার (১৪ অক্টোবর) দুপুরে উখিয়ার কুতুপালং ১নং অস্থায়ী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে নির্যাতিত রোহিঙ্গা নারী পুরুষদের সাথে কথা বলেন। পরে মন্ত্রী পরিষদ সচিব মো: শফিউল আলম বে-সরকারী উন্নয়ন সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয় কেন্দ্রের ত্রাণ সামগ্রী বিপন্ন রোহিঙ্গাদের মাঝে বিতরণ করেন।

ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তা, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাঈন উদ্দিন, ত্রাণ কেন্দ্রে দায়িত্ব নিয়োজিত নির্বাহী ম্যাজিষ্ট্রেট, হলদিয়াপালং ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম, সেনাবাহিনীর অফিসার, এনজিও সংস্থা পদক্ষেপ এর ডেপুটি ম্যানেজার হাসানুর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জোনের জোনাল ম্যানেজার আব্দুল খায়ুম ভুঁইয়া, উত্তর জোনের জোনাল ম্যানেজার নজরুল ইসলাম খাঁন, ব্রাম্মণবাড়িয়া জোনাল ম্যানেজার মো: রফিকুল ইসলাম।

ডেপুটি ম্যানেজার হাসানুর রহমান জানান, পদক্ষেপ এনজিও সংস্থার কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের আর্থিক সহযোগিতায় ৩শ রোহিঙ্গা পরিবারের মাঝে চাউল, ডাল, তৈল, চিনি, সাবান, কাপড় সহ খাবার স্যালাইন ইত্যাদি বিতরণ করা হয়েছে।

এদিকে মন্ত্রী পরিষদ সচিব মো: শফিউল আলম কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে স্বাস্থ্য সেবায় নিয়োজিত মেডিকেল সেন্টার পরিদর্শন করেন। এছাড়াও ত্রাণ বিতরণ কাজে নিয়োজিত প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তা, নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং সেনাবাহিনীর অফিসারদের সাথে কথা বলে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।