সংবাদ বিজ্ঞপ্তি :

হিন্দু সম্প্রদায়ের অধিকার আদায়ের সংগঠন সনাতনী মৈত্রী সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ও জেলা সমন্বয় কমিটির তত্বাবধানে মিয়ানমার থেকে পালিয়ে আসা হিন্দু রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ, মেডিকেল ক্যাম্প পরিচালনা ও খাবার বিতরণ করেছে। ১৩ অক্টোবর শুক্রবার সকাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজের চিকিৎসকদের সার্বিক তত্বাবধানে রোহিঙ্গা শরনার্থীদের চিকিৎসা সেবা দিয়ে মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন সনাতনী মৈত্রী সংঘ বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রী সুমন প্রসাদ শর্মা। রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ কালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টি বোর্ডের ট্রাষ্টি অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন, বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী বাবুল শর্মা, মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন- ডা. রাকেশ দে, ডা. প্লাবন দে, ডা. সানি দেবনাথ, ডা. বাবু চক্রবর্তী, কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক শান্তুনু দেওয়াজী, রাজু দেবনাথ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সনাতনী মৈত্রী সংঘ বাংলাদেশ কক্সবাজার জেলা আহবায়ক বাবলা পাল, সদস্য সচিব সাংবাদিক অজিত কুমার দাশ হিমু, জেলা প্রতিনিধি জ্যোতি মল্লিক (বাবু), সাংবাদিক শিপন পাল, চকরিয়া উপজেলার সমন্বয়ক সুধীর চন্দ্র দাশ, সদস্য রয়েল পাল, সুবল পাল, সুমন কান্তি দে, শুভ দাশ। পরে রোহিঙ্গাদের মধ্যে দুপুরের খাবার বিতরণ করা হয়।