কায়সার হামিদ মানিক,উখিয়া।
মিয়ানমারের বুচিডংয়ের রাখাইন পল্লীর জনগুরুত্বপূর্ণ স্থানে লাগানো হয়েছে লাল রংয়ের সাইন বোর্ড। লেখা হয়েছে এটি (মগ) বৌদ্ধদের আদি বাসস্থান। এখানে বাঙ্গালি বসবাসের কোন অধিকার নেই। মাইকিং করে বলা হচ্ছে বৃহস্পতিবারের মধ্যে রাখাইন রাজ্য ত্যাগ না করলে তাদের করুণ পরিণতি হবে।
বৃহস্পতিবার গর্জনদিয়া সীমান্ত দিয়ে নাফনদী পার হয়ে বালুখালীতে আশ্রয় নিয়েছেন রাখাইনের মরিচ্ছং গ্রামের চেয়ারম্যান হিসেবে পরিচিতি নবী হোসেন। তিনি জানান, তার গ্রামসহ আশপাশের আরো কয়েকটি গ্রামের প্রায় ৯০হাজার মানুষ বুচিডং ত্যাগ করার প্রস্তুতি নিচ্ছেন। তারা এপারে চলে আসতে পারেন।
আইওএম এর প্রোগ্রাম অফিসার সৈকত বিশ্বাস বলেন, মিয়ানমারে নতুন করে সেনা অভিযানে জীবন বাঁচাতে রোহিঙ্গারা পালিয়ে আসছেন। রোহিঙ্গা নেতা ডাক্তার জাফর আলম জানান, বৃহস্পতিবার ভোরে প্রায় ১০ হাজার রোহিঙ্গা নাফনদী পার হয়ে বালুখালী ও কুতুপালং ক্যাম্পে আশ্রয় নিয়েছেন। তারা বলছেন, আরো ৯০হাজার রোহিঙ্গা এদেশে আসার জন্য পথে রয়েছেন।