বিবিসি :
বাংলাদেশের রাজধানী ঢাকায় আজ জামায়াতে ইসলামীর আমির সহ মোট ৯ জন নেতাকে আটক করা হয়েছে।
উত্তরার একটি বাসা থেকে সোমবার রাতে জামায়াতের আমির মকবুল আহমাদসহ দলটির অন্যান্য নেতাকে আটক করা হয় বলে পুলিশ বলছে।
ডিবি পুলিশের উপ-কমিশনার নাজমুল আলম বিবিসি বাংলাকে বলেন, এ সময় তারা একটি গোপন বৈঠক করছিলেন এবং তাদের নাশকতার পরিকল্পনা ছিল।
এ সংক্রান্ত কিছু কাগজপত্রও তারা পেয়েছেন বলে জানান তিনি।
আটককৃত অন্য নেতাদের মধ্যে আছেন নায়েবে আমির মিয়া গোলাম পরওয়ার, এবং সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান।
আটককৃত নেতাদের ডিবি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। মঙ্গলবার তাদের আদালতে হাজির করা হতে পারে।

১৯৭১-এ বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে দলটির তৎকালীন আমির মতিউর রহমান নিজামীর বিচারের সময় থেকেই মকবুল আহমাদ জামায়াতের আমিরের দায়িত্ব পালন করে আসছিলেন।
মতিউর রহমান নিজামীর ফাঁসি হবার পাঁচ মাস পর তাকে আনুষ্ঠানিকভাবে দলের আমির বলে ঘোষণা করা হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে মানবতাবিরোধী অপরাধের বিচারের পর জামায়াতের সেক্রেটারি জেনারেল আলি আহসান মুহাম্মদ মুজাহিদসহ আরো কয়েকজন শীর্ষস্থানীয় নেতার মৃত্যুদন্ড কার্যকর হয়েছে।
এ ছাড়া বাংলাদেশের নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধনও বাতিল করেছে।