প্রেস বিজ্ঞপ্তি :

এক তরফা ম্যাচে মাতারবাড়ি খেলোয়াড় সমিতিকে ৪-০ গোলে হারিয়ে সহজ জয়ের মাধ্যমে সেমিফাইনাল নিশ্চিত করেছে ঢেমুশিয়া ক্রীড়া সংস্থা। এর মধ্যে হেট্রিক করেছে বিদেশী খেলোয়াড় ফেব্রীক। ৪ জন বিদেশী খেলোয়াড় দিয়ে গড়া ঢেমুশিয়ার কাছে পাত্তাই পায় নি লোকাল ছেলেদের নিয়ে গড়া মাতারবাড়ির খেলোয়াড়রা। কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা কতৃক আয়োজিত সুইস কেকস এন্ড পেসট্রি ও জিএমকে ব্রিকস জেলা ফুটবল লীগের গতকালকের খেলায় দেখার জন্য সব ছেয়ে বেশি দর্শকের উপস্থিতি ছিল। তাই ম্যাচ নিয়ে সবার মাঝে উৎসাহও ছিল বেশ। তবে খেলার শুরুর পর থেকে ঢেমুশিয়ার এক তরফা আক্রমন সামলাতে হিমসিম খাওয়া মাতারবাড়ি অবস্থা দেখে দর্শকরা আগেই ধারনা করতে পেরেছিল খেলার ফলাপল কি হবে। ৪ জন বিদেশী থেলোয়াড় নিয়ে গড়া দল নিয়ে একের পর এক আক্রমন সামলাতে বিপর্যস্ত হয়ে পড়েিেছল মাতারবাড়ির গোল রক্ষক শামীম। তবে গোলে দেখা পেতে বেশিক্ষন সময় অপেক্ষা করতে হয় নি। ২০ মিনিটে ফেব্রীকের পা থেকে আসে প্রথম গোল পরে ২৫ মিনিটে আবারো ফেব্রীক গোল করে ব্যবধান দ্বিগুন করে। এর মধ্যে অনেকটা ছন্নছাড়া হয়ে পড়ে মাতারবাড়ি বিশেষ করে মধ্য মাঠের খেলা ছিল একেবারে অগুছালো। ফলে ৫৬ মিনিটে আরিফের মধ্য মাঠ ছেয়ে একা বল নিয়ে গিয়ে গোল করলে ব্যবধান হয় ৩-০ পরে খেলার শেষ সময়ে ফেব্রীক আবারো গোল করে ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ঢেমুশিয়া ক্রীড়া সংস্থা। এতে সেমিফাইনাল নিশ্চিত করে দলটি। আজকের খেলা শতদল ক্লাব রামু বনাম টাউন ক্লাব কক্সবাজার।