বিশেষ প্রতিবেদক :

কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আশ্রয় নেয়া রোহিঙ্গা নাগরিকদের মাঝে সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন, প্রতিষ্টান ও ব্যক্তির পক্ষ থেকে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে।

৯ অক্টোবর সোমবার দুপুরে কক্সবাজারের টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের পক্ষ থেকে বারোশত রোহিঙ্গা পরিবারে মাঝে ত্রাণ বিতরণ করেন।

বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় ত্রাণ বিতরণে কক্সবাজারের পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, সহকারী পুলিশ সুপার (উখিয়া সার্কেল) চাইলা মুরুং, কক্সবাজার সদর মডেল থানার ওসি রনজিত কুমার বড়–য়া, ওসি (তদন্ত) কামরুল আজম সহ জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।