মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি:

বান্দরবানের লামা উপজেলার একটি বসতঘরে ডাকাতির চেষ্টা করা হয়েছে। এ সময় ডাকাতের হামলায় গৃহকর্তাসহ ৩জন আহত হয়েছেন। সোমবার ভোর রাতে উপজেলার আজিজনগর ইউনিয়নের মিজান পাড়ার আবদুল হামিদের বসতঘরে ডাকাতির ঘটনা ঘটে। আহতরা হলেন- আব্দুল হামিদ (৭০) আবু বক্কর (২৭) মুমিনুল হক (২০)।

স্থানীয় সূত্র জানায়, অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে ৭-৮ জনের একদল মুখোশধারী ডাকাত সোমবার ভোর ৪টার দিকে আজিজনগর মিজান পাড়ার বাসিন্দা আবদুল হামিদের বসতঘরে ঢুকে পড়ে। ডাকাতরা পরিবারের ওপর হামলা করলে; পরিবারের লোকজনও ডাকাতদের ওপর পাল্টা হামলা করে। এতে ডাকাতের ছুরিকাঘাতে ৩জন আহত হন। খবর পেয়ে আশপাশের লোকজন এগিয়ে গেলে ডাকাতরা ফাঁকা গুলিবর্ষণ করে ঘটনাস্থল ত্যাগ করে। পরে আহতদের উদ্ধার করে রিপন ফার্মেসীতে প্রাথমিক চিকিৎসা শেষে কাছাকাছি চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা।

এ বিষয়ে আজিজনগর পুলিশ ক্যাম্প ইনচার্জ ফরিদুল আলম বলেন, ঘটনাটি ডাকাতি নয়, ব্যক্তিগত আক্রোশে কেউ আবদুল হামিদের বসতঘরে হামলা করতে পারে। তবে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।