প্রেস বিজ্ঞপ্তি

কক্সবাজারের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক (উপ সচিব) মোঃ আনোয়ারুল নাসের বলেছেন সরকারের তৃনমুল প্রতিষ্টান ইউনিয়ন পরিষদের সেবা জনগনের কাছে সব ছেয়ে বেশি গ্রহনযোগ্য। আর এর মধ্যে সব ছেয়ে বেশি কার্যকর গ্রাম আদালত। গ্রাম আদালতের উপর মানুষের আস্থা বাড়াতে সবাইকে একসাথে কাজ করতে হবে। গ্রাম আদালত সচল হলে উচ্চ আদালতে মামলার চাপ কমবে। এতে সবার জন্য উপকার হবে। তাই সার্বিক বিবেচনায় গ্রাম আদালতের কার্যক্রমে আরো সবাইকে যতœবান হতে হবে। তিনি গতকাল সকাল ১০ টয় কক্সবাজার হিলঢাউন সার্কিট হাউজে গ্রাম বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচীর শেষ ব্যাচ) উদ্বোধন কালে এসব কথা বলেন। এতে আরো উপস্থিত ছিলেন গ্রাম আদালত ব্যবস্থাপনার জেলা ফেসিল্যাটেটর আখ্যইমং মার্মা(এ.মং) জেলা সমন্নয়কারী অরুনাংশু চাকমা,উপজেলা সমন্নয়কারী রিয়াজুল করিম রিয়ান,প্রশিক্ষনে চকরিয়া, উখিয়া,কুতুবদিয়া উপজেলার ১২ টি ইউনিয়নের সচিব এবং গ্রাম আদালতের সহায়তরা অংশ নেন। এতে প্রথম দিনে প্রশিক্ষক হিসাবে ছিলেন কক্সবাজার যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মোঃ শহিদুল্লাহ।