প্রেস বিজ্ঞপ্তি :

কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা  আয়োজিত জিএমকে ব্রিকস ও সুইস কেকস এন্ড পেসট্রি জেলা ফুটবল লীগের আজকের খেলায় বাশকাটা খেলোয়াড় সমিতির কাছে ৩-২ গোলে হেরে এবারের আসর থেকে বিদায় নিয়েছে মালুমঘাট ক্রীড়া সংস্থ। খেলা যতই শেষের দিকে আসছে ততই খেলার উত্তেজান বাড়ছে এবং বাড়ছে দর্শকের আগ্রহ। বৃস্টি সত্তের জেলা স্টেডিয়ামে উপস্থিত বিপুল দর্শকের মধ্যে ছিল তীব্র উত্তেজনা। খেলার প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকেই পর বর্তিতে মধ্যমাঠের নিয়ন্ত্রন রাখতে না পারায় উল্টো ৩ গোল হজম করতে হয়েছে মালুমঘাট ক্রীড়া সংস্থাকে সাথে দলের নির্ভর যোগ্য খেলোয়াড় নজরুল বাবু রেফারীর সাথে অসৌজন্য মুলক আচরণ করায় দেখতে হয়েছে লাল কার্ড। খেলার শুরুতে বেশ ভালই খেলেছিল মালুমঘাট ক্রীড়া সংস্থার খেলোয়াড়রা। যার সুবাধে ১০ মিনিটে আবদুল্লাহ আল কাশেম এবং ১৩ মিনিটে মিটুন দাশ গোল করে দলতে জয়ের কাছাকাছি নিয়ে যায়। কিন্তু বিধি বাম হঠাৎ করে মধ্যমাঠের খেলা অগুছালো হওয়ায় উল্টো ৩ গোল হজম করে মাঠ ছাড়তে হয়। প্রথমে ৩২ মিনিটে জাহাঙ্গির গোল করে পরে আবারো ৩৭ মিনিটে গোল করে দলতে সমতায আনে পরে ৪৭ মিনিটে গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়। এতই ৩-২ গোলে শেষ বাশি বাজায় রেফারী শফি। ফলে পয়েন্ট টেবিলে কোন পয়েন্ট না থাকায় এবারের লীগ থেকে ছিটকে পড়েছে মালুমঘাট ক্রীড়া সংস্থা অপর দিকে আগে কোন পয়েন্ট না থাকলেও এবার ৩ পয়েন্ট নিয়ে শেষ চারে জায়গা করতে পারবে কিনা সেটা দেখতে আরো অপেক্ষা করতে হবে। আজকের খেলা ঃ মাতারবাড়ি খেলোয়াড় সমিতি মহেশখালী বনাম ঢেমুশিয়া ক্রীড়া সংঘ।