সংবাদ বিজ্ঞপ্তি :

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে নির্যাতিত হয়ে কক্সবাজারের কুতুপালংয়ে আশ্রয় নেয়া হিন্দু শরণার্থীদের মাঝে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রৗস্টান ঐক্য পরিষদ চট্রগ্রাম মহানগর থেকে প্রেরিত ত্রাণ বিতরণ করেছেন জেলা ঐক্য পরিষদ এবং জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। ৬ অক্টোবর শনিবার দুপুর ২টায় উখিয়ার কুতুপালং এলাকার পশ্চিম হিন্দুপাড়ায় অবস্থানরত ৩৯৩ জন অসহায় হিন্দু শরণার্থীদের মাঝে চাউল,ডাল,তেল,হরলিক্স,বিষ্কুট,দুধ সহ ৫ লক্ষ টাকার জরুরী ত্রাণ বিতরণ করা হয়। এসময় জেলা ঐক্য পরিষদ এবং জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ অসহায় হিন্দু শরণার্থীদের সাথে কথা বলেন এবং তাদের পরিবার-পরিজনের খোঁজ খবর নেন। নেতৃবৃন্দ বলেন,রাখাইন রাজ্যে যা ঘটছে তা এক কথায় বর্ণনাতীত।নিরস্ত্র,নিরাপরাধ নারী-পুরুষ ও শিশুদের ওপর বর্বর অত্যাচার ও নৃশংস হত্যাকান্ড,অমানবিক, অবিশ্বাস্য ও মানবাধিকারের চরম লংঘন।এসময় নের্তৃবৃন্দ হিন্দু শরণার্থীদের সমবেদনা জানান। ত্রাণ বিতরণকালে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট রণজিৎ দাশ,হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি এবং জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রৗস্টান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল শর্মা, জেলা পূজা উদযাপন পরিষদ এবং জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রৗস্টান ঐক্য পরিষদের অর্থ সম্পাদক স্বপন গুহ,জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রৗস্টান ঐক্য পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক চঞ্চল দাশগুপ্ত,উখিয়া পূজা পরিষদের সভাপতি স্বপন শর্মা রণি,ক্যাম্পের তত্বাবধায়ক সুজন শর্মা উপস্থিত ছিলেন।