ইমাম খাইর, সিবিএন:
কক্সবাজারে রোহিঙ্গাদের অনুপ্রবেশের স্রোত দিন দিন বাড়ছে। এ কারণে সরকারের তালিকায় কক্সবাজার জেলাকে বিশেষ এলাকা হিসেবে চিহিনত করা হয়েছে। ভোটার কার্যক্রমে কর্মকর্তাদের খুব সতর্ক থাকতে হবে। যেকোনভাবেই রোহিঙ্গাদের ভোটার হওয়া ঠেকাতে হবে।
রোহিঙ্গাদের ভোটার হওয়া রোধকল্পে উপজেলা বিশেষ কমিটির যাচাই-বাছাই কার্যক্রম আরো নিখুঁত, নির্ভুল, গতিশীল করার লক্ষে নির্বাচন প্রশিক্ষন ইন্সটিটিউটের ৩ দিনব্যাপী কর্মশালা প্রথম দিনে জেলা প্রশাসক এসব কথা বলেন।
শনিবার (৭ অক্টোবর) জেলা নির্বাচন অফিসারের সম্মেলন কক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মঈন উদ্দিন খান।
প্রথম দিনের কর্মশালায় চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মনির হোসেন খান, কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মোজাম্মেল হোসেন, খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা বশির আহমেদ, কক্সবাজার সদর নির্বাচন কর্মকর্তা শিমুল শর্মাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
কর্মশালার প্রথম দিনে কক্সবাজার সদর, রামু, উখিয়া ও টেকনাফের বিশেষ কমিটির সদস্যরা অংশ নেন। তিন দিনব্যাপী এই কর্মশালা শেষ হবে ৯ অক্টোবর।
রবিবার (দ্বিতীয় দিন) কুতুবদিয়া, মহেশখালী ও পেকুয়া এবং সমাপনী দিনে চকরিয়া ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা বিশেষ কমিটির সদস্যদের কর্মশালা।
এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র, ইউপি চেয়ারম্যান-মেম্বারসহ সংশ্লিষ্টরা অংশ নিবে।