সিবিএন:
কক্সবাজার সদর মডেল থানার মাত্র ১০ ফিটের মধ্যে ফ্রান্স পর্যটকের আইফোন ছিনতাই হয়েছে।
শুক্রবার (৬ অক্টোবর) বেলা পৌনে দুইটার দিকে সদর মডেল থানার সামনের সড়কে এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার জিয়ানি কেড্রিক কক্সবাজার সদর মডেল থানায় সাধারণ ডায়েরী করেছেন। ডায়েরী নং ৩১৬। জিয়ানি কেড্রিক ফ্রান্সের ৫৫ রিউ ফনড্রেট ৩৩/৮০০ বর্ডিয়াক্স এর বাসিন্দা জিয়ানি হামাদীর ছেলে। ৭ দিন আগে তিনি পর্যটক হিসেবে কক্সবাজার বেড়াতে আসেন। তিনি বর্তমানে শহরের কলাতলী হোটেল মোটেল জোনের একটি আবাসিক হোটেলে অবস্থান করছেন।
জিয়ানি কেড্রিক প্রকাশ জাকারিয়া জানান, শুক্রবার বদর মোকামে জুমা শেষে বের হয়ে গাড়ীতে ওঠার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় কিছু যুবক তাকে ঘিরে ধরে। কিছু বুঝে ওঠার আগে বাম পকেটে থাকা কালো রঙের আইফোন-৭ টি ছিনিয়ে নেয়। তার ফোন নাম্বার হলো ০১৭৯৯০১০৭৮০। ছিনতাই হওয়া ফোনে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট রয়েছে। ফোনটি ফিরে পেতে বাংলাদেশের প্রশাসনের কাছে আবেদন করেছেন জিয়ানি কেড্রিক।
এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ওসি রনজিত কুমার বড়–য়া জানান, বিদেশী পর্যটকের আইফোন ছিনতাই হওয়া অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে জিডি হয়েছে। ফোনটি উদ্ধারের চেষ্টা চলছে।