নীতিশ বড়ুয়া :

কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বলেছেন- সদর উপজেলার সকল ইউনিয়নের প্রত্যন্ত এলাকাকে অবকাটামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার উন্নয়নসহ গ্রামীন জনপদকে শতভাগ বিদ্যুতায়নের আওতায় আনা হবে। সে সাথে ইউনিয়নের প্রধান প্রধান সড়কগুলোতে সোলার স্ট্রিট লাইট দিয়ে আলোকিত করা হবে।

তিনি বলেন, গ্রীস-সাইপ্রাসের মত দেশ যখন দেউলিয়া হওয়ার পথে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের জয়যাত্রায় বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। এ জয়যাত্রায় কক্সবাজারে লাখো কোটি টাকার মেঘা প্রকল্পের উন্নয়ন কাজ চলমান রয়েছে। শেখ হাসিনার সুষ্ঠু রাজনীতি পরিচালনার ফলেই দেশ এখন উন্নয়নে এগিয়ে যাচ্ছে।

এমপি কমল বলেন বন্যা, অগ্নিকান্ডসহ সাধারণ মানুষের দুঃসময়ে যারা পাশে থাকেনা, ভোটের সময় তাদেরও ভোট চাওয়ার অধিকার থাকেনা। শেখ হাসিনার নেতৃত্বে আমরা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে পাশে থেকে সব সময় কাজ করে যাচ্ছি।

শনিবার (২৭ জানুয়ারি) সদর উপজেলার কক্সবাজার পৌরসভার উত্তর নুনিয়ারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাতলি ডিকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছনখোলা ঘোনারপাড়া ফরেষ্ট বিট জিপিএস, ভারুয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আবু শামা জিপিএস, ইসাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় ও চৌফলদন্ডী পুকুরিয়াঘোনা সরকারি প্রাথমিক ভবন কাম সাইক্লোন সেল্টার নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন কালে পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সাংসদ কমল এসব কথা বলেন।

সাইমুম সরওয়ার কমল এমপি বলেন, শেখ হাসিনার সরকার আধুনিক দেশ গঠনে বদ্ধপরিকর, মানুষ বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও ধ্বংসাত্ব্যক রাজনীতি পরিহার করে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডকে গ্রহন করেছে। শেখ হাসিনার নেতৃত্বে যে মুহুর্তে দেশে উন্নয়নের জোয়ার বইতে শুরু করেছিলো, ঠিক সেই মুহুর্তে খালেদা জিয়ার নেতৃত্বে দেশে অরাজকতা, বিশৃঙ্খলা, নাশকতা, জঙ্গি তৎপরতা ও পেট্রোল বোমা মেরে মানুষ খুন করে দেশের উন্নয়ন বাধাগ্রস্থ করার পাঁয়তারা করেছিল। দেশের মানুষ তাদের ধীক্ষার জানিয়েছিলো। আগামীতেও তাদের প্রত্যাক্ষান করবে দেশের শান্তিকামি মানুষ। এমপি কমল আওয়ামীলীগ সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অব্যহত রাখতে আগামীতেও শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় আনতে নৌকা প্রতীককে বিজয়ী করার আহবান জানান।

শনিবার সকাল থেকে রাত পর্যন্ত এসব ভবনের নিমার্ণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, কক্সবাজার পৌরসভার কাউন্সিলর মিজানুর রহমান, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি এডভোকেট একরামুল হুদা, ওলামালীগ নেতা ক্বারী সিরাজুল ইসলাম, পিএমখালীর চেয়ারম্যান আব্দুর রহিম মাষ্টার, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সিরাজুল মোস্তফা আলাল, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন বাবুল, মাষ্টার অছিউর রহমান, জেলা তাঁতীলীগের সভাপতি তাজউদ্দিন সিকদার (তাজমহল) মেম্বার, আওয়ামীলীগ নেতা আবদুল কাদের, জাহাঙ্গীর আলম, মনির আলম মেম্বার, খালেদা আক্তার মেম্বার, আবুল কাশেম মেম্বার, হামিদুল হক চৌধুরী, আবুদল মালেক, আবুল কালাম, ভারুয়াখালীর চেয়ারম্যান শফিকুর রহমান, সাবেক চেয়ারম্যান আবু শামা সওদাগর, আওয়ামীলীগ নেতা ফরিদুল আলম, মঈন উদ্দিন, নুরুল হুদা মেহেদী, ফজলুল হক মেম্বার, সিরাজুল ইসলাম মেম্বার, ইসলামাবাদের চেয়ারম্যান নুর ছিদ্দিক, জালালাবাদের চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদ, সদর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান আজাদ, ইসলামাবাদ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মেম্বার, রশিরুল ইসলাম মেম্বার, মিজানুর রহমান, চৌফলদন্ডী ইউনিয়নের চেয়ারম্যান ওয়াজ করিম বাবুল, চৌফলদন্ডী আওয়ামীলীগের সভাপতি এহসানুল হক, অধ্যাপক আজিজুল হক, খায়রুল বশর, জয়নাল মেম্বার, রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম সম্পাদক, সাংসদ কমলের একান্ত সচিব আবু বক্কর ছিদ্দিক, সদর উপজেলা কৃষকলীগের যুগ্ন সম্পাদক ইয়াকুব আলী ইমন, ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন, জুয়েল রানা প্রমুখ নেতৃবৃন্দ।