মো. নুরুল করিম আরমান, লামা: 

বান্দরবানের লামা উপজেলায় বন্যহাতির আক্রমণে সাকেরা বেগম পাখি (৪৫) নামের এক বিধবা নারী নিহত হয়েছেন। শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি পাগলীর আগায় এ ঘটনা ঘটে। সাকেরা বেগম পাগলির আগার বাসিন্দা মৃত আশু আলীর স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, প্রকৃতির ডাকে সাকেরা বেগম শনিবার দিবাগত রাত ১১টার দিকে ঘর থেকে উঠানে বের হলে বন্যহাতির কবলে পড়েন। এ সময় বন্যহাতির পদপিষ্টে ঘটনাস্থলে মারা যান তিনি। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও পুলিশ ঘটনাস্থল থেকে সাকেরার লাশ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করেন। উল্লেখ্য, গত বার বছর আগে সাকেরা বেগমের স্বামী আশু আলীও বন্যহাতির আক্রমণে নিহত হন।

বন্যহাতির আক্রমণে সাকেরা বেগম পাখির মৃত্যুর সত্যতা নিশ্চিত করে ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জাকের হোসেন মজুমদার বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে পরিষদের পক্ষ থেকে যথাসাধ্য সহযোগিতা করা হবে।