প্রেস বিজ্ঞপ্তি:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১৯ ডিসেমম্বর কক্সবাজারবাসাীর সাথে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা দুপুর ২টায় কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে ভিডিও কনফারেন্সে মিলিত হবেন। উক্ত ভিডিও কনফারেন্স ব্যাপকভাবে সফল করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অডিটরিয়ামে জেলা আওয়ামী লীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন- কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, এড. আমজাদ হোসেন, এড. বদিউল আলম সিকদার, রেজাউল করিম, জাফর আলম চৌধুরী, শাহ আলম চৌধুরী (রাজা), চকরিয়া-পেকুয়া আসনের আওয়ামী লীগ প্রার্থী জাফর আলম, মাহবুবুল হক মুকুল, এড. রনজিৎ দাশ, খোরশেদ আলম, হেলাল উদ্দীন কবির, আবদুল খালেক, এড. আয়াছুর রহমান, এড. আব্বাস উদ্দীন চৌধুরী, ইঞ্জিণিয়ার বদিউল আলম, এম.এ মঞ্জুর, এড. ফরিদুল আলম, শফিকুল কাদের, এড. সোলতানুল আলম, মোঃ হোসেন, মিজানুর রহমান, মিজানুর রহমান চৌধুরী, এড. মমতাজ আহমদ, নজিবুল ইসলাম, উজ্জল কর, হামিদা তাহের, জহিরুল ইসলাম সিকদার, আয়েশা সিরাজ, সোহেল আহমদ বাহাদুর, আতিক উদ্দীন চৌধুরী, রশীদ আহমদ, শহীদুল হক সোহেল, আরিফুল মওলা, তাহমিনা চৌধুরী লুনা, কায়সারুল হক জুয়েল, শফি উল্লাহ আনসারী, মোরশেদ হোসাইন তানিম, নূরুল আলম সরকার, মাওলানা রফিক উদ্দীন, হারুনুর রশিদ প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন- জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধির ধারাবাহিকতায় রয়েছে। কোনো অপশক্তিকে এই ধারাবাহিকতা নষ্ট করার সুযোগ দেয়া যাবে না। ভবিষ্যতে দেশকে আরো সমৃদ্ধির পথে এগিয়ে নিতে জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্ব দরকার। তাই ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে ১৯ ডিসেম্বর ভিডিও কনফারেন্সকে জনসমুদ্রে পরিণত করা হবে এবং ১৯ ডিসেম্বর থেকে কক্সনাজারের প্রতিটি পাড়া-মহল্লায় মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল শক্তি ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় সুনিশ্চিত করার জন্য কাজ করবেন।