নিজস্ব প্রতিনিধি, পেকুয়া:

পেকুয়ায় বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ২ আসামীসহ ১০জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮জুলাই) দিনগত রাতে পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম খানের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব আসামীদের গ্রেপ্তার করেন।

গ্রেপ্তাররা হলেন, টইটং ইউনিয়নের হাজী বাজার এলাকার উন্ডা মিয়া ছেলে নুরুল ইসলাম। সে যৌতুক নিরোধ আইনের একটি মামলার ১বছর সাজাপ্রাপ্ত আসামী। অপর সাজাপ্রাপ্ত আসামী হলো একই ইউনিয়নের বটতলী এলাকার আব্দুল কাদেরের ছেলে মহি উদ্দীন। বন আইনের একটি মামলায় সে ৬মাসের সাজাপ্রাপ্ত ও ৫ হাজার টাকা অর্থ দন্ডপ্রাপ্ত আসামী। দীর্ঘদিন ধরে তারা পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার অপর ৮জন নিয়মিত মামলার আসামী। তারা হলেন, পেকুয়া সদর ইউনিয়নের সাবেক গুলদী এলাকার আব্দু রহিমের ছেলে রিদোয়ান(২৮), একই এলাকার শফিউল আলমের ছেলে সালাহ উদ্দিন(২৩), কালু মিয়ার ছেলে নুর হোসেন(২৫), কালু মিয়ার স্ত্রী বুলবুল আক্তার(৪০), একই ইউনিয়নের পূর্ব মেহেরনামা এলাকার সৈয়দ আলমের ছেলে শহিদুল ইসলাম(৩৫), মনিরুল ইসলাম(৩৫), আন্নর আলী আতবর পাড়া আহমদ শফির ছেলে ইলিয়াস প্রকাশ রিয়াজ উদ্দিন(৩২) ও বারবাকিয়া ইউনিয়নের পূর্ব জালিয়াকাটা নুরুল কাদেরের ছেলে আবুল কাশেম।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম খান বলেন, থানা পুলিশের বিশেষ অভিযানে গোপন সংবাদেরর ভিত্তিতে এসব আসামীদের গ্রেপ্তার করা হয়েছে। তারা প্রত্যেকেই আদালতের আদেশ অমান্য করে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। এ অভিযানে থানার উপ পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম, সহকারী উপ পরিদর্শক নিউটন বড়–য়া, নাছির উদ্দীন ও মেছবাহ উদ্দীন অংশগ্রহণ করেন। আজ বুধবার গ্রেপ্তার আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।