রিয়াজ উদ্দিন,পেকুয়া:
পেকুয়ায় শহীদ জিয়াউর রহমান উপকুলীয় কলেজে বঙ্গবন্ধুর ৪৪ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। ১৫ আগস্ট (বৃহস্পতিবার) জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে এক শোক সমাবেশ অনুষ্টিত হয়। সকাল ৯ টার দিকে শোক র‌্যালী সড়ক প্রদক্ষিন করে। শোক র‌্যালীতে নেতৃত্ব দেন পেকুয়া-চকরিয়ার জাতীয় সংসদ সদস্য জাফর আলম। কলেজের শিক্ষক ও বিপুল শিক্ষার্থী র‌্যালীতে অংশ নেয়। এ ছাড়া পেকুয়ায় ক্ষমতাসীন দলের বিপুল নেতা-কর্মী ও কর্মী সমর্থকরাও কলেজ আয়োজিত শোক র‌্যালীতে মিলিত হয়েছেন। ওই দিন সকাল ১১ টার দিকে শহীদ জিয়াউর রহমান উপকুলীয় কলেজ প্রাঙ্গনে এক বিশাল শোক সমাবেশ অনুষ্টিত হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন সাংসদ জাফর আলম। কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমানের সভাপতিত্বে ও একই কলেজের প্রভাষক মোস্তফা জামান খারেছের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) উম্মে কুলসুম মিনু, জেলা আ’লীগ সদস্য এস,এম গিয়াস উদ্দিন, সহকারী পুলিশ সুপার সার্কেল মতিউল ইসলাম, পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার মাহাবুব উল করিম, আলোচক ছিলেন উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আবুল কাসেম, পেকুয়া থানার ওসি জাকির হোসাইন ভূইয়া, গভর্ণিং বডির সাবেক সভাপতি লায়ন মুজিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়ারেচী, আ’লীগ নেতা আবুল শামা শামীম, এম আজম খান, তোফাজ্জল করিম, সাংবাদিক জহিরুল ইসলাম, শাহজামাল এমইউপি, বেলাল উদ্দিন বিএসসি, বেলাল উদ্দিন, আবুল কাসেম আজাদ, আবুল হোসাইন শামা, কামাল হোসেন, বশিরুল আলম মেস্ত্রী, সাংবাদিক শহিদুল ইসলাম হিরু, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ওসমান গণি, শ্রমিকলীগ সভাপতি নুরুল আবছার, সম্পাদক নেজাম উদ্দিন, সম্পাদক এস,এম শাহাদাত হোসাইন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বিএ, আ’লীগ নেতা হেলাল উদ্দিন বিএ, সাবেক ছাত্র নেতা আমির আশরাফ রুবেল, মহিলা আ’লীগ নেত্রী মর্জিনা বেগম, ছেনুয়ারা বেগম, জন্নাতুল তাহমিনা শিমু, যুবলীগ নেতা সাংবাদিক নাজিম উদ্দিন, সাংবাদিক মুহাম্মদ হাসেম, ছাত্রলীগ সভাপতি কফিল উদ্দিন বাহাদুর, সাবেক ছাত্রনেতা নাছির উদ্দিন বাদশা, বেলাল উদ্দিন মিয়াজী, কলেজ শিক্ষক আজম খান, জাকির হোসেন হাওলাদার, আবুল হাসেম, পেকুয়া সদরের প্যানেল চেয়ারম্যান মাহাবুব উল করিম, ইউপি সদস্য ইসমাইল সিকদার, ওয়ার্ড আ’লীগ নেতা নাছির উদ্দিন, আবুল কালাম, মো: কাইয়ুম, আরমান চৌধুরী, দিদারুল ইসলাম, মামুনুর রশিদ নুরী, নুরুল আজিম, রুহুল আমিন, মোহাম্মদ কালু মাঝি, নেজাম উদ্দিন, আলী আহমদ, নাছির উদ্দিন মাঝি, ওসমান, শহিদুল ইসলাম, কাইছার, কাইছার ভূট্টো, আবদুল কাদের, মোহাম্মদ সোহেল প্রমুখ। ৪৪ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে পেকুয়ায় বৃহৎ পরিসরে কাঙ্গালী ভোজ অনুষ্টিত হয়েছে। উপজেলা আ’লীগের উদ্যোগে ওই দিন প্রায় ১০ হাজার মানুষ কাঙ্গালী ভোজে অংশ নেয়। উপজেলা পরিষদ প্রাঙ্গনে ওই কাঙ্গালী ভোজ হয়েছে। দু’টি কলেজে প্রায় তেরশত শিক্ষার্থীকে খাবার বিলি করা হয়। অনাথ, দরিদ্র ও বিভিন্ন শ্রেনীর মানুষের মাঝে কাঙ্গালী ভোজের রান্না করা খাবার বিলি করে।