শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি
নাইক্ষ্যংছড়ি উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা ও ইউএনডিপি কর্তৃক এক কর্মশালা অনুষ্টিত হয়েছে। বুধবার (১২জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদের সভা কক্ষে জুন/১৭ মাসের মাসিক সভা অনুষ্টিত হয়। নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস,এম সরওয়ার কামালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: কামাল উদ্দিন। এছাড়াও বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান হামিদা চৌধুরী, থানা অফিসার ইনচার্জ (ওসি) এ.এইচ.এম তৌহিদ কবির, হাজী এম এ কালাম ডিগ্রী কলেজ অধ্যক্ষ ও.আ.ম রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম আহ্বায়ক আবু তাহের কোম্পানী, সদস্য সচিব মো: ইমরান মেম্বার, নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, বাইশারী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলম, দোছড়ি ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মো: হাবিব উল্লাহ, সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান বাহান মার্মা, ঘুমধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ, মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ রাজা মিয়া, প্রেস ক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী, সাধারণ সম্পাদক আবুল বশর নয়ন।
আইন শৃঙ্খলা সভায় উত্তাপিত- নাইক্ষ্যংছড়ি খাল খনন করে বন্যার পানি প্রতিরোধ, ধুংরী হেডম্যান পাড়ায় খালের পাশে গাইড ওয়াল নির্মাণ, দোছড়ি ইউনিয়নে এলজিইডির চলাচল অনুপযোগী সড়কে যাত্রী ভোগান্তি, ইয়াবা পাচার ও সেবন প্রতিরোধ এবং বন্যায় প্রকৃত ক্ষতিগ্রস্তদের সাহায্য করণের বিষয়ে বিষদ আলোচনা হয়।
সভায় প্রাণী সম্পদ কর্মকর্তা ড. আতিউর রহমান, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. মোশাররফ হোসেন, কৃষি কর্মকর্তা মো: মনিরুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার আবু আহামেদ, জনস্বাস্থ্য প্রকৌশলী শাহ আজিজ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা দ্বিতীয়ময় চাকমা, ৩১ বিজিবি প্রতিনিধি সুবেদার খোরশেদ আলমসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে আইন শৃঙ্খলা সভার পূর্বে ইউএনডিপি কর্তৃক মোরা’য় ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা যাচাই বাচাই ও চূড়ান্ত করণ কর্মশালা অনুষ্টিত হয়। এসআইডি, সিএইচটি, সিএইচটিডিএফ, ইউএনডিপি’র সহযোগিতায় ও উপজেলা পরিষদের আয়োজনে কর্মশালায় পাচঁ ইউনিয়নে ক্ষতিগ্রস্তদের ৩শ জনের তালিকা চূড়ান্ত করা হয়। উপজেলা নির্বাহী অফিসার এস,এম সরওয়ার কামালের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মো: কামাল উদ্দিন। ইউএনডিপির মো: নাজিম উদ্দিনের পরিচালনায় কর্মশালায় বান্দরবান জেলা ব্যবস্থাপক খুশি রায় ত্রিপুরা জানান- ঘূর্ণিঝড় মোরায় ৩শ ক্ষতিগ্রস্তের মাঝে প্রতিজনকে ৫হাজার টাকা করে আর্থিক সহায়তা দেবে ইউএনডিপি। এ সহায়তা প্রকৃত ক্ষতিগ্রস্তরাই পাবে এমনটি আশা করেন তিনি।