আবদুর রশিদ , নাইক্ষ্যংছড়ি :

‘মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য’- এ স্লোগানকে সামনে রেখে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ ডিসেম্বর রবিবার নাইক্ষ্যংছড়ি মডেল প্রাথমিক বিদ্যালয়ের হল মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন
নাইক্ষ্যংছড়ি উপজেলা শিক্ষা অফিসার ত্রিরতন চাকমা।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন মোঃ ছিদ্দিকুর রহমান জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) , বান্দরবান
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোশারফ হোসেন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, বান্দরবান
এসময় সহকারী উপজেলা শিক্ষা অফিসারসহ বিভিন্ন সরকারী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,শিক্ষক প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।এবং এতে বিভিন্ন বিষয় নিয়ে
প্রধান শিক্ষকদের করণীয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
উক্ত সভায় সহকারী শিক্ষা অফিসারদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ আক্তার উদ্দিন সভাপতির বক্তব্যে উপজেলা শিক্ষা অফিসার ত্রি রতন চাকমা প্রধান শিক্ষকদের উদ্দেশ্য বলেন বিদ্যালয়ের ভেতর ও বাইরের পরিবেশ পরিষ্কার-পরিছন্ন রাখা এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে মা বা অভিভাবক সমাবেশ, মিডডে মিল চালু, ব্যবস্থাপনা কমিটিগুলো পুনর্গঠন, করা এবং প্রতিদিন প্রতিটি শিক্ষার্থীকে একটি নতুন শব্দ শেখানোর কার্যক্রম চালু রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।