হেলাল উদ্দিন, টেকনাফ :

টেকনাফে অভিযান চালিয়ে পরিতাক্ত অবস্থায় ৫০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
টেকনাফ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র অধিনায়ক লে.কর্ণেল ফয়সাল হাসান খাঁন জানান, রবিবার (১২মে) ভোররাত আড়াইটার দিকে ইয়াবা পাচারের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমার নেতৃত্বে বিজিবি সদস্যরা বিজিবি টেকনাফ বিওপির দায়িত্বপূর্ণ এমপি প্রজেক্ট
সংলগ্ন কেওড়া বাগানে অভিযান চালিয়ে পরিতাক্ত অবস্থায় ১কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৫০ হাজার পিচ ইয়াবা উদ্ধারর করে। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা রাতের আধারে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।