মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে উপলক্ষে কক্সবাজার সদর উপজেলা প্রশাসন আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় মাত্র দেড় বছর আগে প্রতিষ্ঠিত কক্সবাজার ডিসি কলেজ ঈর্ষনীয় সাফল্য অর্জন করেছে।

প্রতিযোগিতায় কক্সবাজার ডিসি কলেজ অংশগ্রহণ করে ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অগ্রগতি আমাদের এবং আমাদের বিশ্বকে এগিয়ে নিয়ে যাচ্ছে’ বিষয়ক উপস্থিত বক্তৃতায় ২য় স্থান, দলগত বিতর্ক প্রতিযোগিতায় ‘প্রযুক্তির অগ্রগতি মানুষকে বেকারত্বের দিকে ঠেলে দিচ্ছে’ বিষয়ের পক্ষে বলে ৩য় স্থান এবং ‘ইলেকট্রোলাইসিস প্রক্রিয়ায় পানি থেকে হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাস উৎপাদন’ বিষয়ক প্রজেক্ট উপস্থাপন করে ২য় স্থান অধিকার করেছে।

কক্সবাজার ডিসি কলেজ-এর শিক্ষার্থীদের আশাতীত এ সাফল্যে ডিসি কলেজের প্রতিষ্ঠাতা ও কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, অধ্যক্ষ মো: ইব্রাহিম হোসেন সহ গর্ভর্নিং বডির সকল সদস্য ও শিক্ষকেরা বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন।