মোঃ গোলাম মোস্তফা ( দুঃখু )

আমরা বাংলার ছেলে
বাংলায় কথা বলি।
বিজয়
আকাশে ক্রিকেট রাজা
সোনার বাংলাদেশ।

রক্ত দিয়েছি ভাষার জন্য ,
বাংলার প্রাণের সুরে।
ক্রিকেট মাঠে আমরা খেলি ,
বাংলার আকাশে নিরব ধ্বনি
আমরা শুনতে পাই।

মাহদুল্লাহ মারো চার-ছক্কা
আমরা দেখছি।
তোমরা খেলো আমরা আছি,
বিজয় আকাশের জন্য।

আমি রাতের আকাশে
ক্রিকেটের নাগিন বাংলাদেশ।
ক্রিকেটের মাঠে নাচাবো ,
চার – ছক্কার সুরের তালে
নাচবে শ্রীলংকা  ।

আমি ছোট বলে ছোট নয়,
রানের নাগিন মুশফিকুর রহিম।
আমি শান্ত ছেলে,
নিরব হয়ে থাকি ক্রিকেট মাঠে।

আমি বিশ্ব রাজা সাকিব আল হাসান
বাংলার ঘরের ছেলে।
আমার বিষে বড় জ্বালা
খেলে বুঝবে মরে।

ক্রিকেট রাজা মাশরাফি ভাই,
দেখছে বসে খেলা।
বলছে এবার মার ছক্কা,
বাঘের দেশের রাজা।

ময়মনসিংহের সোনার ছেলে ,
সকল দেশের জানা।
নদীর পানি শব্দ করে ,
বাংলা সুরের চেনা ।

লেখক:বিতার্কিক-শিক্ষার্থী,সাংবাদিকতা বিভাগ,পোর্ট  সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, চট্টগ্রাম।