বার্তা পরিবেশক:
কক্সবাজার সাহিত্য একাডেমীর ৩৯২ তম পাক্ষিক সাহিত্যসভা ও ঈদপুনর্মিলনী ৭ জুলাই ২০১৭, ২৩ আষাঢ় ১৪২৪, শুক্রবার কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। ৩৯২ তম পাক্ষিক সাহিত্য সভায় বাংলাদেশের মুক্তবুদ্ধি চর্চার অন্যতম প্রতিকৃত, চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, প্রাক্তন শিক্ষা উপদেষ্ঠা কথাসাহিত্যিক আবুল ফজলের জীবনালেক্ষ নিয়ে আলোচনা করা হয়।
সভায় আবুল ফজলের জীবনালেক্ষ নিয়ে মূল প্রবন্ধ পাঠ করেন একাডেমীর সাধারণ সম্পাদক কবি রুহুল কাদের বাবুল।
একাডেমীর সভাপতি মুহম্মদ নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সাহিত্য সভায় কথাসাহিত্যিক আবুল ফজলের জীবনালেক্ষ আলোচনা করেন একাডেমীর স্থায়ী পরিষদের চেয়ারম্যান কবি-এডভোকেট সুলতান আহমেদ, স্থায়ী পরিষদ সদস্য গবেষক নূরুল আজিজ চৌধুরী, স্থায়ী পরিষদ সদস্য অধ্যাপক-কবি দিলওয়ার চৌধুরী, একাডেমীর অর্থ সম্পাদক কবি মোহাম্মদ আমিরুদ্দীন, নির্বাহী সদস্য কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গল্পকার সোহেল ইকবাল, নির্বাহী সদস্য নূরুল আলম হেলালী।
এছাড়াও ঈদ পুনর্মিলনী উপলক্ষে আলোচনা করেন একাডেমীর জীবন সদস্য-প্রবীণ আইনজীবী শামসুল আলম কুতুবী, নির্বাহী সদস্য পিটিআইর প্রাক্তন সুপার রাজ বিহারী চৌধুরী, নির্বাহী সদস্য মিজান সিকদার, কল্লোল দে চৌধুরী, নির্বাণ পাল।
পরে কবিতা পাঠ করেন সুলতান আহমেদ, রাজবিহারী চৌধুরী, মোহাম্মদ আমিরুদ্দীন, মিজান সিকদার, কল্লোল দে চৌধুরী। লিখা পাঠ করেন নির্বাণ পাল।
সাহিত্য সভায় বক্তাগল বলেন, আবুল ফজল ছিলেন বাংলাদেশের মুক্তবুদ্ধি চর্চার অন্যতম প্রতিকৃত। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে শিক্ষাঙ্গনের শিক্ষার মানের অধোগতিতে উদ্বিগ্ন হয়ে শিক্ষার মান উন্নয়নে চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের উপাচার্য হিসেবে গণ টুকাটুকির রাশ টেনে ধরতে সক্ষম হয়েছিলেন।
পরবর্তীতে তিনি সরকারের শিক্ষা উপদেষ্ঠার দায়িত্ব নিয়ে একটি গল্প লিখে আলোড়ন সৃষ্টি করেছিলেন।
সব শেষে সংগীত পরিবেশন করেন রাজ বিহারী চৌধুরী ও নূরুল আলম হেলালী।
কক্সবাজার সাহিত্য একাডেমীর ৩৯৩ তম পাক্ষিক সাহিত্যসভা আগামী ২১ জুলাই ২০১৭, ৬ শ্রাবণ ১৪২৪, শুক্রবার বিকাল ৪ টায় কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত হবে। উক্ত সাহিত্য সভায় কবি ফররুখ আহমদের জন্ম শতবার্ষিকী উপলক্ষে কবির জীবনালেক্ষ নিয়ে আলোচনা, কবির কবিতা পাঠ করা হবে। উক্ত অনুষ্ঠানে একাডেমীর সংশ্লিষ্ট সকলসহ জেলার কবি-সাহিত্যিক, সাহিত্যামোদিদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য একাডেমীর সভাপতি মুহম্মদ নূরুল ইসলাম ও সাধারণ সম্পাদক কবি রুহুল কাদের বাবুল আহবান জানিয়েছেন।
বার্তা প্রেরক