সংবাদ বিজ্ঞপ্তিঃ
“স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিজে বাচুন, অন্যকে বাঁচান” এ স্লোগানকে সামনে রেখে করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষায় কক্সবাজার জেলা জুড়ে মাসব্যাপী স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শেষ করেছে জেলাবাসাীর স্বার্থ রক্ষা এবং দাবী আদায়ের অন্যতম বৃহৎ সংগঠন সামাজিক সংগঠন “আমরা কক্সবাজারবাসী”।

মঙ্গলবার সন্ধ্যায় শহরের মুক্তিযোদ্ধা সড়কের পার্শ্ববর্তী একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে আমরা কক্সবাজারবাসীসংগঠনের শহর শাখার সভাপতি সফিনা আজিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, সংগঠনের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী।

সংগঠনের জেলা সমন্বয়ক মুজিবুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন, সমন্বয়ক মোহাম্মদ নাজিম উদ্দীনের, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা সমীর পাল এবং কামাল উদ্দিন পিয়ারু, জেলা সমন্নয়ক যথাক্রমে- ফাতেমা আনকিস ডেইজি, সাংবাদিক মহসীন শেখ ও মা টিন টিন রাখাইন।

এতে আরও বক্তব্য রাখেন, আমরা কক্সবাজারবাসী’র শহর শাখার সহ সভাপতি যথাক্রমে- আতাউর রহমান রোকন, দীপক দাশ, দাশ, মোহাম্মদ ওমর ফারুক, সাংবাদিক আতিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক ইমরানুল হাসান আরাফাত প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, অতীতে এবং বর্তমানে যারা কক্সবাজারে অনিয়ম, দূর্নীতি এবং লোটপাট করেছেন তাদের কাউকে ছাড় দেওয়া হবেনা। জেলাবাসী তাদের অপকর্মের সঠিক জবাব দিবেন।

নেতৃবৃন্দরা কক্সবাজারের স্বার্থ রক্ষা করেই পরিকল্পিত উন্ময়নে সরকারের কাছে দাবী জানিয়েছেন।

অনুষ্ঠানে উপস্থিত সকলের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠান শেষে সফিনা আজিমকে সভাপতি, মোহাম্মদ কামাল উদ্দিনকে সাধারণ সম্পাদক এবং ইমরানুল হাসান আরাফাতকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ১০১ সদস্য বিশিষ্ট আমরা কক্সবাজারবাসী সংগঠনের শহর কমিটি ঘোষণা করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের শহর শাখার সহ সভাপতি যথাক্রমে- রাজিব পাল, সাজ্জাদ হোসেন, আমানত শাহ, মোহাম্মদ কামাল উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তাফা কামাল, ফারুক আহমদ, রফিকুল ইসলাম, সাংবাদিক ইমরান ফারুক অনিক, শাকের উল্লাহ, মনছুর উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক নাজমা সোলতানা রুমা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, সহ- মহিলা বিষয়ক সম্পাদক জান্নাতুল অরিশা উর্মি, সহ সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, ইঞ্জিনিয়ার জয় বৈদ্য, মহি উদ্দিন সিকদার, আতিকুর রহমান, জিয়াউল হক, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, মহি উদ্দিন, আবুল হাসনাত ফাহিম, দপ্তর সম্পাদক ফরিদ আলম, মোস্তাফিজুর রহমান, আবুল মনজুর, প্রচার সম্পাদক আব্দুল গফুর, অর্থ সম্পাদক ফরিদ মিয়া, আইন বিষয়ক সম্পাদক তাহেরুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক সরওয়ার হোসেন মুন্না, পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, সমাজ সেবা বিষয়ক সম্পাদক আব্দুল হালিম, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আরমান, ছাত্র বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ মামুন, যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফারুক আজম চৌধুরী ও সাংস্কৃতিক সম্পাদক হাফেজ খাইরুল বশর প্রমূখ।

সভায় বক্তারা বলেন, করোনাভাইরাস মোকাবেলায় জেলা জুড়ে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে। চলতি শীত মৌসুমে সকলের সুস্বাস্থ্যের বিষয়টি চিন্তা করে সরকারি-বেসরকারী দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, হাটবাজার এবং যেকোনো জনসমাগমসহ প্রতিটি অলিতে গলিতে স্বাস্থ্যবিধি মেনে চলছে কিনা তা তদারকি করতে দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলোকে আরো সতর্ক হওয়া উচিত। একইভাবে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ব্যাপক তদারকির প্রয়োজন রয়েছে বলে মনে করেন সংগঠনের নেতাকর্মীরা।