কামাল শিশির, রামু
রামুর ঈদগড় হাসনাকাটা নতুনপাড়া আল আমিন একাডেমির ইভেন্টে প্রতিযোগিদের পুরস্কার প্রদান ও বার্ষিক সভা ২৪ মার্চ একাডেমি প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

মাওলানা জাফর আলমের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। কোরঅান তেলোয়াত করেন হেফজ্ বিভাগের ছাত্র মো: ইয়াছিন। হাদিস পাঠ করেন মো: জাহিদ ।

পরিচালক মাওলানা নুরুল আলমের সার্বিক পরিচালনায় প্রধান বক্তার তশরীফ পেশ করেন ঢাকা নুরে মদিনা ইসলামিয়া মাদ্রাসার পরিচালক মিজবাহুর রহমান রফিকী।

আরো তশরীফ পেশ করেন, গোমাতলী হোসাইনিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা ইমাম জাফর আলম,ঈদগড় উপরেরখিল জামে মসজিদের খতিব মাওলানা নুরুল আলম, ঈদগাঁও মডেল হাসপাতাল এন্ড ডাইবেটিস কেয়ার সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার মোহাম্মদ ইউছুফ আলী।

এছাড়া প্রতিযোগিদের ক্রেষ্ট ও পুরস্কার প্রদানের পাশাপাশি সমাপনি পরীক্ষার্থীদের বিদায়ী স্মারক প্রদান করা হয়।

অতিথি ছিলেন, ঈদগড় হাসনাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি দিদারুল ইসলাম কাজল, ঈদগড় সাংবাদিক ও লেখক পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক কামাল শিশির, আবদুল হাকিম সওদাগড়, ঈদগাঁও ভাদিতলা দাখিল মাদ্রাসার ইংরেজী শিক্ষক নাছির উদ্দিন, ঈদগড় বাজার ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক আব্বাজ উদ্দিন, ঈদগড় হাফেজিয়া দারুল উলুম মাদ্রাসার শিক্ষক জাহেদুল ইসলাম জমিরী, পূর্ব হাসনাকাটা জামে মসজিদের খতিব মো: ইব্রাহীম ।

উপস্থিত ছিলেন, হাফেজ জোবাইর,হাফেজ মুবিন, মাওলানা মো: বেলাল, তরুন সমাজ সেবক নুরুল হক, রমজান আলী ও অভিভাবক সহ ছাত্র-ছাত্রীরা।

উল্লেখ, উক্ত একাডেমির সুনাম সর্বত্র ছড়িয়ে পড়ছে। দিন দিন ছাত্র-ছাত্রীর সংখ্যা বাড়ছে। নিয়মিত ও সঠিক পাঠদান অব্যাহত রয়েছে।

অভিভাবকদের সার্বিক সহযোগিতায় একাডেমির কার্যক্রম ব্যাপকভাবে তরান্তিত হচ্ছে। অজয় পাড়া গ্রামটিতে আলো ছড়িয়ে দিচ্ছে।

পড়ালেখার মান নিয়ে সন্তুষ্ট গ্রামবাসী। সরকারী সহযোগিতার জন্য সংশ্লীষ্টদের প্রতি হস্তক্ষেপ কামনা করেন পরিচালনা কমিটি। উপস্থিত সকলকে ভোজন পরিবেশন করেন কতৃপক্ষ।

ছোট ছোট কচিকাঁচা শিশুরা ইংরেজিতেও ব্যাপক পারদর্শী।